প্রয়াত বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

প্রয়াত বাম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায়।  কিছুদিন আগে অপর একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘দীর্ঘ সাড়ে চার মাসের লড়াই জিতে আজ অবশেষে বাবা বাড়ি ফিরল’। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ‘লস্ট মাই ফাদার’।  স্ট্রোক হওয়ার পর মল্লিকবাজারের একটি ভর্তি হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ডঃ জয়ন্ত রায়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। তারপর ছুটি হয়ে বাড়ি যান। অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে আবার হাসপাতালে আনা হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। জানানো হয়েছে ওনার দেহ এবং চোখ দান করা আছে। ওনার দেহ মঙ্গলবার পিস হেভেনে রাখা হবে। আগামীকাল কলকাতা মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হবে বলে জানা গিয়েছে। আগামীকাল পার্টির রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন মানব মুখোপাধ্যায়। সেখান থেকেই মার্কসবাদের দর্শনের প্রতি প্রথম বিশ্বাস আসে তাঁর। গান শুনতে ভাসবাসতেন প্রচন্ড। ১৯৯১ সালে প্রথম বার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন তিনি। সেই বছরই বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৬ সালে পর্যটন দপ্তর এবং যুবকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত টানা বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছেন মানব মুখোপাধ্যায়।

error: Content is protected !!