গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং

আসন্ন শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে নেপালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে প্রচারে নামবেন বিনয় তামাং ৷ সোমবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন মোর্চা ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা ৷ এদিন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং ও রোহিত শর্মা ৷ যদিও দু’পক্ষেরই দাবি, এদিনের সাক্ষাৎ একেবারেই সৌজন্যের খাতিরে ৷