বিজেপি কোনও জোটে নেই, একাই তৃণমূলকে আউট করবে: দিলীপ ঘোষ

 কেন্দ্রীয় সরকারের দেওয়া কোটি কোটি টাকার কোনও হিসাব দিতে পারছে না রাজ্য সরকার । আগে হিসাব দিক, তারপর দিল্লি যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে দিল্লি যাওয়ার ডাক প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার সকালে একথা বলেন। এদিন সকালে মালদা শহরের সুকান্ত মোড়ে আয়োজিত চায়ে পে চর্চায় দলীয় কর্মীদের নিয়ে আলাপচারিতা করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের অত দম নেই দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। এখানে আগে যে সমস্ত সরকারি কর্মচারী ডিএ-র জন্যে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রীর উচিত তাঁদের বকেয়া সহ প্রাপ্য ডিএ বুঝিয়ে দেওয়া। সেটা না করে উনি ধরনা ধিচ্ছেন। জঙ্গল মহলের তিনটি জেলার উন্নয়নের টাকা এই সরকার খরচ করতে পারেনি। টাকা ফেরত চলে যাচ্ছে। রবিবার মালদহ জেলা তৃণমূল কংগ্রেস জেলার পুরোহিতদের সংবর্ধনা দিচ্ছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা জুতো মেরে গরু দান। হিন্দুদের রামনবমীর মিছিলে আক্রমণ হচ্ছে। রাজ্য সরকার কোনও ছুটি দেয়নি। অথচ ইদে দুই দিন ছুটি দিল। পুরোহিতদের এসব করে কোনও লাভ নেই। পঞ্চায়েত ভোটে পুলিশের ভূমিকা কী হবে জানতে চাইলে দিলীপ বলেন, পুলিশ ভয় পেয়েছে। হাওড়াতে পুলিশ পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। এই ছবি গোটা বাংলা দেখেছে। কুড়মিদের এই আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রাজ্য আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এই রাজ্যে তৃণমূলের কথা আর কেউ শুনছে না। শুভেন্দু অধিকারী যেখানে সিপিএম, কংগ্রেস সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিচ্ছেন দিলীপ ঘোষ একেবারে তার উল্টো পথে হাঁটলেন। তিনি বলেন, বিজেপি কোনও জোটের সঙ্গে নেই। বিজেপি জোট ছাড়াই সবাইকে আউট করেছে, টিএমসিকেও করবে।

error: Content is protected !!