কেন্দ্রের সঙ্গে ফের সংঘাতে অর্জুন, পাটশিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদের

প্রথমে কেন্দ্রীয় পীষূষ গোয়েলকে চিঠি ৷ এরপর কেন্দ্রীয় স্তর থেকে সাড়া না পেলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও শুনিয়ে রেখেছেন অর্জুন সিং৷ এবার পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । দিনকয়েক আগেই বাংলার পাটশিল্প, জুটমিল ইস্যুতে রণমূর্তি ধারণ করেন অর্জুন সিং। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি । কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন । কেন্দ্রীয় সরকার তাঁর চিঠিতে কোনও কর্ণপাত করেনি ।তারপরেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত অর্জুন । এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতেও আপত্তি নেই তাঁর ৷ সেটাও ঘটা করে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিজেপি নেতা ।

error: Content is protected !!