‘৭ কোটি দিয়ে তারকা কিনছে বিজেপি’, বিস্ফোরক দাবি শ্রীলেখার

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিস্ফোরক মন্তব্য করে বসলেন । শ্রীলেখার বললেন, ‘শুনলাম, দলে যোগ দেওয়ার জন্য বিজেপির তরফে এক তারকাকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে।’ ব্যস, অমনি নেটদুনিয়ায় হইচই পড়ে যায়। বাম ঘেঁষা শ্রীলেখার এমন পোস্টে বেজায় চটে যান পদ্ম শিবির।শ্রীলেখাকে হুমকির সুর রিমঝিমের সপাট মন্তব্য, ‘নাম এবং প্রমাণ অবশ্য়ই বলো, নইলে পার্টি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’ দমবার পাত্রী নন বামপন্থী অভিনেত্রীও। তিনিও পাল্টা একহাত নিয়ে গেরুয়া শিবিরের উদ্দেশে বিদ্রুপের সুরে বললেন, ‘যাক জেলেই তো পাঠাবে, কিনতে তো পারেনি আমায় বল?’

error: Content is protected !!