‘বিজেপিরও উচিত মতুয়াদের দেখা, মতুয়ারা প্রার্থীপদ না পেয়ে কেন তাঁরা বঞ্চিত হবে?’, ক্ষুব্ধ মঞ্জুল ঠাকুর

বিজেপিকে বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটা এখন বেশ ভাল ভাবেই বুঝতে পারছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। চেয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের হাতে ছেড়ে দেওয়া হোক রাজ্যের ৩০টি মতুয়া প্রভাবিত বিধানসভা আসন। সেখানে মতুয়া মহাসঙ্ঘেরই মনোনীত সঙ্ঘ সদস্যদের প্রার্থী করা হবে। তবে সেই প্রার্থী লড়বেন বিজেপির প্রার্থী হিসাবেই। কিন্তু সেই আবেদন পাত্তাও দেয়নি গেরুয়া শিবির। ৩০টি আসন তো দূরের কথা ৩টি আসনের প্রার্থী নির্বাচনেও বিজেপি অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আবদারকে পাত্তা দেয়নি। আর তার জেরেই ক্ষোভ ছড়িয়েছে মতুয়া মহাসঙ্ঘে। ক্ষুব্ধ মঞ্জুল নিজেও। কারন এখন তাঁর মনে হচ্ছে বিজেপি তার নিজের ফায়দা তুলতে মতুয়া ভোটব্যাঙ্ক ও ঠাকুর পরিবারকে ব্যবহার করে চলেছে। তাই আর থাকতে না পেরে সাংবাদিক বৈঠক ডেকে মুখ খুললেন তিনি। আর তার জেরেই এখন মতুয়াভূম বনগাঁ, রানাঘাট সহ রাজ্যের প্রায় ১০-১২টি মহকুমা এলাকায় থাকা মতুয়া ভোট নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে বিজেপি। ঠিক তার উল্টো ছবি ঘাসফুলে। কারন তাঁরাও বুজে গিয়েছেন মতুয়া ভোট ফিরছে আবার সেই তৃণমূলেই। লোকসভার পুনঃরাবৃত্তি আর ঘটছে না বিধানসভা নির্বাচনে। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে মঞ্জুল জানান, ‘পশ্চিমবঙ্গের মতুয়ারা আশা করেছিলেন এ বারের বিধানসভা ভোটে রাজনৈতিক পদপ্রার্থী হিসাবে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু প্রার্থীপদ না পেয়ে তারা আশাহত। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের হাতে ছেড়ে দেওয়া হোক রাজ্যের ৩০টি মতুয়া প্রভাবিত বিধানসভা আসন। কিন্তু একটিও পদ পায়নি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এরপরে আর মতুয়াদের ভোট নিয়ে কোনও দায়িত্ব নেবে না মতুয়া মহাসঙ্ঘ। দলের বোঝা উচিত তাঁদের জন্য আমরা এত সভা করলাম। বিজেপিরও উচিত মতুয়াদের দেখা। মতুয়ারা কেন বঞ্চিত হবে? মতুয়ারা এবার বিজেপিকে ভোট দেবে কী দেবে না সেটা মতুয়ারাই ঠিক করে নিক। অলইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ এখানে আর কোনও হস্তক্ষেপ করবে না, কোনও অনুরোধও করবে না।’ মঞ্জুলকৃষ্ণবাবুর এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বেশ চাপে পড়ে গিয়েছেন রাজ্যের প্রায় ৮০টি মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। তাঁরা বেশ স্পষ্টই বুঝতে পারছেন মতুয়া ভোট এবার আর বিজেপিমুখো হচ্ছে না বরঞ্চ তা তৃণমূলেই ফিরতে চলেছে। আর তার জেরেই এই ৮০টি কেন্দ্রেই জয়ের লক্ষ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল তৃণমূল।

error: Content is protected !!