৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির প্রক্রিয়া শুরু করল মোদি সরকার

বাংলার ব্রিজ অ্যান্ড রুফ, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এবং দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল মোদি সরকার। পোশাকি নাম দেওয়া হয়েছে ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা পরিকল্পামাফিক বিলগ্নিকরণ। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বাজেটে তার গতি বাড়ানোর কথা বলা হয়েছে। মোদি সরকার সংসদে লিখিতভাবে জানিয়েছে, এবার বাজেটে (২০২১-২২) কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির নতুন রোডম্যাপ তৈরি হয়েছে। যেখানে ঠিক হয়েছে, সামান্য হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে রেখে বাকি প্রায় সবই বেসরকারিকরণ হবে। কয়েকটিকে আবার একে অপরের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আর যদি বিক্রির মতো পরিস্থিতি না থাকে, তাহলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে ২০১৪ সালে। আর তখন থেকেই সরকারি সম্পত্তি বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগী কেন্দ্র। লিখিতভাবেই জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকেই মোদি সরকার বেসরকারিকরণ নীতি কার্যকর করা শুরু করেছে। কোন কোন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা হবে, কোনটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, তার চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, লাভ বা লোকসানে চলার বিষয়টি মুখ্য নয়। বাজারের সঙ্গে পাল্লা দিয়ে না চলতে পারা, জাতীয় নিরাপত্তা ইত্যাদির বিষয়টি সংস্থার বিলগ্নিকরণের অন্যতম বিষয়।

প্রতীকী ছবি।

error: Content is protected !!