অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

জঙ্গলমহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। জানা গিয়েছে ধৃত বিজেপি কর্মীর নাম জয় মাহাতো। তিনি কুড়মিদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিষেকের কনভয়ে হামলা চালানোর দিন ওই যুবক ঘটনাস্থলে ছিলেন। শুধু তাই নয় হামলায় জড়িত ছিলেন জয় মাহাতো, দাবি পুলিশের। এর আগে এই ঘটনায় ৯ জন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জয় মাহাতোকে গ্রেফতারের পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১০। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন জয় মাহাতো। অবশেষে ঝাড়গ্রাম পুলিশের হাতে ধরা পড়লেন ওই যুবক। এর আগে এই ঘটনায় কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার ঝাড়গ্রামের শালবনিতে,   অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান জঙ্গলমহলের কুড়মি সমজের মানুষজন। একইসঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচিতে জঙ্গলমহলে গিয়ে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। ঝাড়গ্রামে তাঁর কনভয়ে হামলার চালান আন্দোলনকারীরা! এই ঘটনায় বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে  কুড়মি সমাজের দুই নেতাকে। স্রেফ পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাই নয়, ঝাড়গ্রাম থানায় আরও ২ এফআইআর দায়ের করেছেন তৃণমূলের টাউন প্রেসিডেন্ট নিবু গোয়ালা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির চালক মাজেদ আলি খাঁ।

error: Content is protected !!