প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রেল অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের
বিজেপির রানাঘাট উত্তর-পূর্বের প্রার্থী অসীম বিশ্বাস কে পরিবর্তন করে অন্য প্রার্থী দিতে হবে। এই দাবিতে এবার রেল অবরোধের শামিল বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে। অবরোধের জেরে এদিন সকালে আপ শিয়ালদহ গেদে শাখার ট্রেন বেশ কিছু সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে রেলযাত্রীদের অনুরোধ প্রায় আধঘন্টা পর এই অবরোধ তুলে নেন অবরোধকারীরা।