ব্যারাকপুরের কারখানায় বয়লার বিস্ফোরণ
উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয়রা। একটি কারখানায় ঘটা এই বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বেশ কয়েকটি বাড়ি।জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ একটি কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। কারখানায় বয়লার বিস্ফোরণ হয় বলে জানতে পারেন তারা। টিটাগড় ওয়াগন শের বয়লারে বিস্ফোরণ হয়েছে। এর পর বোল্ডারের সঙ্গে ছিটকে পড়ে আগুন। প্রায় ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে বোল্ডার ও আগুন। বিস্ফোরণের অভিঘাতে বড় বড় পাথরের চাঁই ছিটকে আশপাশের বাড়িগুলিতে এসে পড়ে। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় এলাকায়। আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন বাড়িতে। গাছপালাতেও আগুন লেগে যায়।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন পর কালবৈশাখীর দেখা মিলেছে ব্যারাকপুর এলাকায়। আর সেই ঝড়ের দাপটে্র পরই শনিবার রাতে টিটাগড় ওয়াগন বয়লারে বিস্ফোরণ ঘটে। বড় বড় পাথরের চাঁই স্থানীয় বাড়িগুলিতে ছিটকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।