আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে

আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । অধিবেশনের দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি পেশ হবে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। তারপর এক সপ্তাহ ধরে চলবে বাজেট নিয়ে আলোচনা। অধিবেশন শেষ হবে ৯ ফেব্রুয়ারি। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনকে নজরে রেখে এই বাজেটে দেশের মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। প্রথা মেনে ৩১ শে সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, এই বাজেটে ‍‘পিএম কিসান সম্মান নিধি’ প্রকল্পের কেন্দ্রীয় অর্থ সাহায্য দ্বিগুণ করা হতে পারে। বর্তমানে এই প্রকল্পে ৩ কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা পান কৃষকরা। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে।

error: Content is protected !!