সংসদে শুরু বাজেট অধিবেশন
সংসদে শুরু হল বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদূ মুর্মু সংসদ ভবনের পৌঁছে গিয়েছেন। যৌথ অধিবেশনে ভাষণ দিতে শুরু করেছেন রাষ্ট্রপতি। ভাষণ শেষে অর্থমন্ত্রী নির্মলা পেশ করবেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা। আম আদমি পার্টি বাজেট অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধি-সহ দলের প্রবীণ নেতারা রয়েছেন জম্মুতে। ভারী তুষারপাতের কারণে তারা দিল্লি ফিরতে পারেননি। তাই, তাদের পক্ষে বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদে থাকা সম্ভব হচ্ছে না।