৫ বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার

আগামী ৫ বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী। আগামী বছরের এপ্রিল-মে মাসেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। তার আগে প্রধানমন্ত্রীর ঘোষণায় সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই কাজে খরচ হবে প্রায় ১১.৮০ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, নতুন বছরের শুরু থেকেই এই কাজ শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক নীতি নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। মোদী জমানায় জিডিপি বৃদ্ধির হার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছিল। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময়ের সঙ্গেও তুলনা টানা হয়েছিল। কিন্তু বিরোধীদের সমস্ত অভিযোগকে হেলায় উড়িয়ে দিয়েছে বিজেপি। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তাই আগে থেকেই ঘর গোছাতে ব্যস্ত বিজেপি শিবির। তাই আগে থেকেই গরিবদের ঘরে অন্ন জোগানোর নীতি নিল বিজেপি, এমনটাই মত রাজনৈতিকমহলের।      

error: Content is protected !!