
হিমাচলপ্রদেশের ধরমশালায় অনাবাসী ভারতীয় মহিলাকে ধর্ষণের অভিযোগ
অনাবাসী এক ভারতীয় মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে এক তিব্বতি নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের ধরমশালায়। এই মর্মে ধরমশালা মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কাংরার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, অনাবাসী মহিলার অভিযোগের ভিত্তিতে একজন তিব্বতি নাগরিকের বিরুদ্ধে ভয় দেখানো এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ওই এফআইআর দায়ের করার পরে তদন্তও শুরু হয়েছে। উল্লেখ্য, ধরমশালা এলাকাতেই থাকেন দলাই লামা। ওই অঞ্চলে অনেক তিব্বতি নাগরিকও বাস করেন। দিন কয়েক আগে সেখানেই আসেন ওই অনাবাসী ভারতীয় মহিলা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। মেডিক্যাল টেস্ট হওয়ার পরে তাঁর জবানবন্দি নেওয়া হবে। একজন ম্যাজিস্ট্রেট ওই মহিলার জবানবন্দী নেবেন। কাংরার পুলিশ সুপার জানিয়েছেন, শুক্রবারই ওই মেডিক্যাল টেস্ট এবং মহিলার জবানবন্দী গ্রহণ করার কাজ শেষ করা হবে। পুলিশ সুপার বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনি একজন অনাবাসী ভারতীয় (এনআরআই)। আর অভিযুক্ত একজন তিব্বতি নাগরিক। সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। তাঁদের নথিপত্র যাচাই করে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে।’ তাঁরা তিব্বতি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও জানিয়েছেন কাংরার পুলিশ সুপার। অভিযুক্তকে জেরা করা হয়েছে বলেও সূত্রের খবর।