এলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭
পথ দুর্ঘটনায় এলপিজি ট্যাঙ্কারের গাড়ির নীচে আটকে যায় একটি চারচাকা ৷ পাশাপাশি অন্য আরেকটি চারচাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে এলপিজি ট্যাঙ্কারে ৷ মধ্যপ্রদেশের ধর জেলায় এই পথ দুর্ঘটনায় ৭ জনের প্রাণ গিয়েছে এবং আরও তিন জন আহত হয়েছেন। ধরের এসপি মনোজ কুমার সিং বলেন, “বুধবার রাত ১১টার দিকে বদনাওয়ার-উজ্জয়িনী ৪ লেনের জাতীয় সড়কে ওই […]
আরও পড়ুন