গুজরাত সহ ৬ রাজ্যকে অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা অনুদানের ঘোষণা কেন্দ্রের

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় দিল্লিতে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালে যে সব রাজ্য ঘূর্ণিঝড়, বন্যা বা ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব রাজ্যগুলিকে অতিরিক্ত ৩০৬৩. ২১ কোটি টাকা অনুদান দেওয়া হবে। অতিরিক্ত অনুদান প্রাপক রাজ্যগুলির মধ্যে রয়েছে অসম, গুজরাত, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “রাজ্যগুলিকে এই অনুদান দেওয়া হবে প্রত্যেক রাজ্যের বিপর্যয় মোকবিলা তহবিলে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ২৮ রাজ্যের ত্রাণ তহবিলে ১৭৭৪৭.২০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকবিলা তহবিল থেকে ৭টি রাজ্যকে ৩৫৪৩.৫৪ কোটি টাকা অতিরিক্ত অনুদান দেওয়া হয়েছে।”