ওমিক্রন উদ্বেগ! বাংলা সহ ৮ রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

ভারতেও লাফিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। অন্যদিকে গোটা দেশে সার্বিক করোনা আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যকে নতুন করে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ আজ এই সতর্কবার্তা জারি করেছেন। এদিন সতর্ক করা হয়েছে দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে। এইসব রাজ্যগুলিকে প্রাথমিক ভাবে কোভিড পরীক্ষা বাড়ানো, হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা, টিকাকরণের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। কোভিড পরিস্থিতি আরও খারাপ হতে পারে, সে কথা মাথায় রেখে যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।

error: Content is protected !!