
গুলিকাণ্ডের জেরে সাসপেন্ড চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল
এবার আরও বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল, সাসপেন্ড করা হল চণ্ডীতলা থানার প্রাক্তন আইসিকে। জেলা পুলিসের শীর্ষ কর্তাদের না জানিয়ে নিজের এলাকা ছেড়ে অন্যত্র গিয়েছিলেন, সেই জন্যই সাসপেন্ড করা হল বলে পুলিশ সূত্রে খবর। আরও জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক ছুটিতে ছিলেন না, তবুও তিনি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছিলেন। তাই সাসপেন্ড করা হল পুলিশ আধিকারিককে, শুরু হল বিভাগীয় তদন্ত। গত ২০ ফেব্রুয়ারি হাওড়ায় নিজের গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রাক্তন এই পুলিশ আধিকারিক৷ পুলিশ কর্তার বান্ধবীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল৷ তারপরেই তোলপাড় শুরু হয়।