হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজারে রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র, এলাকায় বিশাল পুলিশবাহিনী, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

হাওড়া জেলার শিবপুরে বৃহস্পতিবার বিকেলে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল পরিস্থিতি। জানা গেছে, রামনবমীর মিছিল যখন এগোচ্ছিল ,সেই সময় শিবপুরে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় সংঘর্ষ এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে যথেচ্ছ ইট – পাটকেল ব্যবহার হয়। নিমেষে ওই এলাকায় সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয় । মানুষজন ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে। এর মধ্যেই বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ কাঁদানা গ্যাসের শেল ছোড়া হয় বলেও অভিযোগ ৷ শিবপুর এলাকার চারপাশ ঘিরে রেখেছে। অন্যদিকে যারা এই রামনবমীর মিছিল করার উদ্যোগ নিয়েছিল তারা এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে না হলে তারা পাল্টা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলেই রেড রোডে ধন্য মঞ্চ থেকে রামনবমীর মিছিলে সকলে অংশগ্রহণ করুক এই আবেদন জানিয়ে মিছিল সুষ্ঠুভাবে করার আবেদন জানান। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, পুলিশকে কড়া নির্দেশ দেওয়া ছিল। বারবার বলেছিলাম, সকলে রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করুন। কিন্তু কেউ কোন অশান্তি করবেন না। কিন্তু তারপরেও যে ঘটনা ঘটলো তা কখনোই বরদাস্ত করা হবে না ।পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি, যারা আজকে গোলমাল করেছে এবং এই অশান্তি ঘটাতে উদ্যোগ নিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। তিনি কোন দাঙ্গা কারীকে প্রশ্রয় দেন না বলে এদিন ধর্না মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দেন।

error: Content is protected !!