খেলা ১৫ জুনের মধ্যে চার্জশিট পেশের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর by সংবাদ AME বাংলা 24X 7 বুধবার বেলা ১২টা নাগাদ ক্রীড়ামন্ত্রীর বাসভবনে পৌঁছন কুস্তিগীররা ৷ বৈঠক শেষে সাক্ষী জানালেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর তুলছে দিল্লি পুলিশ ৷ সেই সঙ্গে কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছে ‘১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে ৷ সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/