স্বর্ণব্যবসায়ী খুনে ২২০ পাতার চার্জশিট দিল পুলিশ

আজ এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, মোট ২২০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে লালবাজারের তরফে । সেই চার্জশিটে ঘটনার অন্যতম আততায়ী বিমল শর্মার নামে লুঠপাট চালানো, খুন ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রয়েছে । বর্তমানে এই ঘটনায় ধৃত বিমল শর্মা পুলিশ হেফাজতে রয়েছে । লালবাজার সূত্রের খবর, গোটা ঘটনাটি কিভাবে ঘটানো হয়েছিল তার একটি পুনর্নির্মাণ করতে চায় তদন্তকারী আধিকারিকরা । প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে মহারাষ্ট্র থেকে বিমল শর্মা নামে এক আততায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । রীতিমতো ফিল্মি কায়দায় ওই ব্যবসায়ীকে কলকাতার একটি হোটেলে ডেকে ঠান্ডা মাথায় খুন করা হয় । পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরিবারের তরফ থেকে মোটা অংকের টাকা মুক্তিপণ হিসাবে দাবিও করে আততায়ী । তারপর ভিক্টোরিয়ার দক্ষিণ গেটের কাছ থেকে ওই মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের থেকে লক্ষাধিক টাকা নিয়ে ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন পাড়ি দেয় আততায়ী । পরে সেখান থেকে সরাসরি মহারাষ্ট্রের দিকে বেরিয়ে যায় বিমল শর্মা । তবে পরে জানা যায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঠান্ডা মাথায় খুন করে সেই কথা পরিবারকে না জানিয়েই তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করে শহর ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল আততায়ী ।

error: Content is protected !!