বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি!

বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আরজি কর মেডিক্যাল কলেজে নৃশংস ঘটনার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে দায়ের হয়েছিল এই জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে, তা থেকে অব্যহতি নেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একই দাবিতে লালবাজার অভিযানও হয়। পাশাপাশি নির্যাতিতার নামপ্রকাশ অভিযোগ উঠেছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে। এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলা শুনতে চাননি। আজ মামলাটি শুনানির জন্য উঠলেই প্রধান বিচারপতি জানান, তিনি ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দিচ্ছেন। এটি পরে অন্য কোনও বেঞ্চে পাঠানো হবে। উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় আইন অনুযায়ী নির্যাতিতার নামপ্রকাশ করা যায় না। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মতো একজন দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার সাংবাদিক সম্মেলন করে নির্যাতিতার নামপ্রকাশ করেছিলেন বলে অভিযোগ। বিনীত গোয়েলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এডিজি সিআইডি পদে দায়িত্ব দেন ৷ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা বিচারাধীন থাকায় দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি না-শুনে স্থগিতাদেশ জারি করেছিলেন। এদিন প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই মামলাটি ছেড়ে দেওয়ার কথা জানান হাইকোর্টের প্রধান বিচারপতি।

error: Content is protected !!