অমরনাথ বিপর্যয়, নবান্নে কন্ট্রোল রুম চালু করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথে মেঘ ফেটে আচমকাই বৃষ্টি নামে। সেই ঘটনার জেরে বিপর্যয় নেমে এসেছে অমরনাথে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা অমরনাথে প্রথম। গতকাল, শুক্রবারের ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। ৪০ জন নিখোঁজ। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, স্নিফার ডগ, আইটিবিপি ও বিসএফের জওয়ানরা। আজ, শনিবার সকালের মধ্যেই ১৫,০০০ পুণ্যার্থীদের এয়ারলিফ্ট করেছে বায়ুসেনার আধিকারিকরা। কালীমাতা ও অমরনাথ গুহার মাঝে মেঘ ফেটে বৃষ্টি হয়। যার ফলে আচমকাই হড়পা বান নামে। তাতে ভেসে যায় ২৫ টির বেশি ক্যাম্প। অমরনাথে প্রচুর বাঙালি পর্যটক আটকে রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র জায়গায় অমরনাথে বেড়াতে যাওয়া পরিবারের সদস্যদের চিন্তা আত্মীয়দের। সেই কথা মাথায় রেখে কন্ট্রোল রুম খুলল নবান্ন। অমরনাথের ঘটনা প্রসঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনাটি শুনে মর্মাহত। বাঙালি পর্যটকের উদ্ধারে জম্মু-কাশ্মীরের সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা সকলের পাশে আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর 0৩৩-২২১৪৩৫২৬।  এদিকে অমরনাথের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে-পড়া পর্যটকদের মধ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ১১ থেকে ১২ জন পর্যটক আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের  সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁরা সকলেই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।

error: Content is protected !!