
আবগারি মামলায় আদালতে হাজিরা দিতেই স্বস্তি, ১৫ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
আবগারি মামলায় ইডির তলব এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে সাড়া দিয়ে আজ, শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি। আর সেখানে পৌঁছতেই মিলল স্বস্তি। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল। আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বার বার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কিন্তু কোনওবারই তাতে সাড়া দেননি তিনি। উলটে, এই তলবকে বেআইনি বলেও ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেপ্তার করানোই উদ্দেশ্য বিজেপির। তবে কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই দিল্লির আদালতের দ্বারস্থ হয় ইডি । কিন্তু আদালতের নির্দেশের আগে আবারও একাধিক বার কেজরিকে তলব করে ইডি। আপের দাবি ছিল, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। সেই মামলাতেই আজ ছিল শুনানি। যাতে অবশেষে সশরীরে হাজির তিনি। আদালতে যেতেই মিলল স্বস্তি। তাঁকে অন্তর্বর্তী জামিন দিল আদালত।