বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

বিজেপির নবান্ন অভিযানে চলেছিল তাণ্ডব। সেই তাণ্ডবলীলায় আহত হয়েছিলেন সেন্ট্রাল পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁকে দেখতে গিয়েছিলেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে গিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর আজ, তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ানোর জন্য তাঁকে সাধুবাদ জানান তিনি।

error: Content is protected !!