‌’এটা হল মোদি মেড ডিজাসস্টার’‌, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই সভায় কাটছাঁট করেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে কলকাতায় মাত্র একটি সভা করবেন তিনি। জেলায় জেলায় সভা করলেও সময়সীমা অনেকটাই কমিয়ে ফেলেছেন। কারণ করোনা। জমায়েত থেকে ছড়াতে পারে সংক্রমণ। বুধবার বালুরঘাটেও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। কিন্তু সেখানেও নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে লাগাতার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদিকেই দায়ী করলেন মমতা ব্যানার্জি। করোনা আবহে রাজ্যে এখনও বাকি আরও৩ দফার ভোট। ভোট প্রচারে এদিন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের বালুরঘাটের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের  করোনা বেড়ে যাওয়া নিয়ে বলেন ‘‌এটা ম্যান মেড নয়, এটা হল মোদি মেড ডিজাসস্টার’‌। দেশের করোনা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলে, দেশকে করোনার মুখে ঠেলে দিয়ে এখন প্রধানমন্ত্রী বলছেন জনগণ নাকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পুরো করোনা পরিস্থিতিকে দেশের জনগণের উপর ছেড়ে দিচ্ছেন মোদি। যা মেনে নেওয়া যায় না। তাই জোর গলায় বলছি এটা ম্যান মেড নয় মোদি মেড ডিজাসস্টার। আর রাজ্যে নির্বাচনী প্রচারে বাইরে থেকে বহিরাগত এনে করোনা রোগ ছড়াচ্ছে বিজেপিই। রাজ্যের মানুষকে করোনা নিয়ে সতর্কও করেন তিনি। গতবছরও করোনা পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করেছি এবারও করোনা পরিস্থিতিতে লড়াই করে যাব। মানুষকে সুরক্ষিত রাখব। এর পাশাপাশি মমতা ব্যানার্জি এদিন বিজেপির ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বকেও খারিজ করে দেন। বিজেপির বহিরাগতরা বাংলায় প্রচারে এসে শুধু ডবল ইঞ্জিন সরকার করবে বলে আশ্বাস দিচ্ছে। অথচ বাংলার জন্য যাবতীয় উন্নয়নের কাজ আমরাই করেছি। এই বেঙ্গস ইঞ্জিনই বাংলার মানুষের কথা ভেবে নানা উন্নয়নমূলক কাজকর্ম করেছে। আগামীদিনেও বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করে যাব। আর কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের কথা ভাবেও না আর কোনও উন্নয়নমমূলক কাজও করেনি।

error: Content is protected !!