করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়া-খড়গপুর-শালিমারে চালু হেল্পলাইন নম্বরচালু হেল্পলাইন নম্বর
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধিদল। নবান্নে চালু বিশেষ হেল্পলাইন নম্বর। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় খবরাখবরের জন্য হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২। শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬।