উপনির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বেলা দেড়টা নাগাদ পাহাড়ের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো আবেদন করেন, উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে উপনির্বাচনে ৬ কেন্দ্রে তৃণমূলকে ভোট দিন। একই সঙ্গে পাহাড়ে মঙ্গল ও বুধবার তাঁর একাধিক অনুষ্ঠানের কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিন বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৩ তারিখ ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ৬টি কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আমার আবেদন, বাংলার সরকার সবসময় আপনাদের পাশে আছে। আমি ছিলাম-আছি-থাকব। দয়া করে তৃণমূলকে ভোটটা দেবেন, যাতে উন্নয়নের কাজ দ্রুত করা যায়। একই সঙ্গে সংসদীয় নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য কৃতজ্ঞতা জানান দলনেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রায় বছর দেড়েক পরে দার্জিলিং যাচ্ছি। কাল-পরশু প্রোগ্রাম আছে। সরসমেলার উদ্বোধন করব। দার্জিলিং-তরাই-ডুয়ার্সকে সব উৎসবের শুভকামনা।