ব্যবসা করতে গিয়ে মানুষের জীবন নিয়ে খেলবেন, সেটা আমি হতে দেব না, সারপ্রাইজ ভিজিট করতে বলবো পুলিশ ও দমকলকেঃ মুখ্যমন্ত্রী

দিঘা থেকে শহরে ফিরে বৃহস্পতিবার সকালে বড়বাজারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বোস ৷ ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাও ৷ বড়বাজার থেকে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে বলেন, ‘এই ঘটনার তদন্ত চলবে। আমরা ছাড়ব না। বড়বাজারের হোটেল সিল করে দেওয়া হবে। আর এই ধরণের বহুতলের অনুমতি দেওয়া হবে না। বিপজ্জনক বাড়ি ধসে গেলে কে দায়িত্ব নেবে? যে কোনও জায়গায় আপৎকালীন ব্যবস্থা না রাখা ক্ষমার অযোগ্য অপরাধ। এ বার থেকে কলকাতা ও জেলায় সারপ্রাইজ ভিজিট করতে বলব পুলিশ ও দমকলকে।’ এদিন ঘটনাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ” কেউ ব্যবসা করতে গিয়ে মানুষের জীবন নিয়ে খেলবেন ৷ সেটা আমি হতে দেব না ৷ ব্যবসার কাজে ব্যবহৃত বাড়িগুলিতে রাসায়নিক পদার্থ থেকে শুরু করে প্লাস্টিক মজুত করবেন না ৷ দুর্ঘটনার কারণ জানতে আমি একটি কমিটি গঠন করছি ৷ তারা তদন্ত করবে ৷ ১৫ দিনের মধ্যে আমায় রিপোর্ট দিতে হবে ৷” তিনি আরও জানান, বুধবার দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত ছিলেন ৷ কিন্তু তারই মধ্যে সারারাত জেগে ঘটনার খোঁজখবর নিয়েছেন ৷ এদিন দুপুর ১২ টার কিছু পরে দিঘা থেকে রওনা হয়ে কলকাতায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেখান থেকে সরাসরি তিনি বড়বাজারের সেই অভিশপ্ত হোটেলের জায়গায় ৷

error: Content is protected !!