বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, আচমকাই ইঞ্জিন থেকে পৃথক হয়ে গেল ২টি কামরা

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দিল্লিগামী মহাবোধী এক্সপ্রেস। আজ, সকালে আচমকাই ট্রেনটির দু’টি কামরা ইঞ্জিন থেকে পৃথক হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে, ডিডিএন-গয়া ডিভিশনের সাসারাম ও কারওয়ান্ডিয়া স্টেশনের মাঝামাঝি অঞ্চলে। রেল সূত্রে খবর সেই সময় ট্রেনে প্রায় ১৩০০ যাত্রী ছিলেন। দু’টি কামরা আলাদা হয়ে যাওয়ার পরও ট্রেনটি কিছুক্ষণ চলতে থাকে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, পৃথক হওয়া কামরাগুলি লাইনচ্যূত হয়নি। কিছুদুর গতিতে চলার পর সেগুলি থেমে যায়। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এদিকে ৮ ও ৯ নম্বর কামরা দু’টি ছাড়াই কিছুদুর যাওটার পর ট্রেনটির চালক ব্যাপারটি বুঝতে পারেন। বুঝতে পেরে ট্রেন থামানোর পর তিনি কন্ট্রোল রুমে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়াররা দেখেন, কামরাগুলি আলাদা হয়ে গেলেও তার কোনওরকম যন্ত্রাংশে বিশেষ ক্ষতি হয়নি। তাঁরা কামরা দু’টিকে ট্রেনের সঙ্গে ফের জুড়ে দেন ও ৪০ মিনিট পর ট্রেনটি আবার নিজের গন্তব্যে রওনা দেয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

error: Content is protected !!