পুজোর মুখে বড় ধাক্কা, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২০৯ টাকা

পুজোর মুখে বড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২০৯ টাকা। গত মাস থেকে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করেছিল কেন্দ্রের সরকার। এদিকে উৎসবের মরসুমে অক্টোবরের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল ২০৯টাকা। পয়লা অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ থেকে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৩১.৫০ টাকায়, কলকাতায় ১৮৩৯.৫০ টাকায়, চেন্নাইতে ১৮৯৮ টাকায় ও মুম্বইয়ে ১৬৮৪ টাকায়। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ল। 

error: Content is protected !!