‘মণিপুরের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে’, রাজ্যপালকে নালিশ ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিদের

 ৮৯ দিন ধরে মণিপুরে আইনশৃখলা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। সাধারণের মানুষের জীবন রক্ষায় শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় সরকারও ব্যর্থ হয়েছে। জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুর পরে রাজ্যপাল অনুসূয়া উইকেকে দেওয়া স্মারকলিপিতে এমনই অভিযোগ তুলেছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল। রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফেরাতে আরও উদ্যোগী হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। গতকাকল রবিবারই জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে এসেছিল বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র ২১ সদস্যের প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলে রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, কানিমোঝি, জয়ন্ত চৌধুরী, মনোজ ঝা, অরবিন্দ সাওয়ান্তরা। হিংসা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি চূড়াচন্দ্রপুর, মৈরাং ও ইম্ফলের বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে তাদের উপরে চলা নারকীয় অত্যাচারের কাহিনী শোনেন। কুকি সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্য প্রশাসনের একাংশ জাতি হিংসায় মদত জুগিয়েছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হলেও পুলিঅস নির্বিকার থেকেছে। কেননা, পুলিশের অধিকাংশই মেইতেই গোষ্ঠীভুক্ত। প্রথমদিন ত্রাণ শিবির পরিদর্শনের পরে রবিবার সকালে রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রাজ্যের সাংবিধানিক প্রধানকে জাতি হিংসার সময়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ অবহিত করেন। রাজ্যপাল বিরোধী জোটের প্রতিনিধিদের আশ্বাস দিয়ে বলেন,  ‘কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে অবিশ্বাস আর ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে তা দূর করতে সাধ্যমতো চেষ্টা করব।’

error: Content is protected !!