মণিপুরে ফের খুন পুলিশ আধিকারিক, লুঠ AK47 সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

নতুন করে হিংসা ছড়াতে শুরু করেছে মণিপুরে। বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি বিষ্ণুপুরের নারানসেইনায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদর দফতরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ লুঠ করে পালিয়েছে উন্মত্ত জনতা। লুঠ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একে-৪৭ এর পাশাপাশি ‘ঘাতক’ সিরিজের একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই সঙ্গে ১৯,০০০ রাউন্ড কার্তুজও লুঠ করেছে হামলাকারীরা। ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুঠ হওয়ায় রাজ্যের পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মণিপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলার সেঞ্জাম চিরাংয়ে পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে প্রাণ হারান এক পুলিশ আধিকারিক। গুরুতর জখম হন আরও এক ভিলেজ পুলিশ কর্মী। সেঞ্জাম চিরাংয়ের পাশাপাশি কোউটুক, হারাওথেলেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। দুই পক্ষের মধ্যে গুলি যুদ্ধে বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে বিষ্ণুপুরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদর দফতরে হামলা চালিয়ে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র লুঠ করেছে উন্মত্ত জনতা। কিরেইনফাবি ও থাঙ্গালাওয়াই পুলিশ চৌকিতে হানা দিয়েও অস্ত্রভাণ্ডারে লুঠপাট চালানো হয়। হেইনগাঙ্গ ও সিঙ্গাজামেই থানায় হামলা চালিয়ে অস্ত্র লুঠের চেষ্টা চালিয়েছিল উন্মত্ত জনতা। যদিও সেই প্রচেষ্টা ভেস্তে দিয়েছেন নিরাপত্তা রক্ষীরা।

error: Content is protected !!