আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ আদালতের

 ধর্মতলা কাণ্ডে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ধাক্কা। এদিন তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ভাঙড়ের বিধায়ককে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু আদালত পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়েছে। জানা গিয়েছে, আজ নওশাদ সিদ্দিক সহ মোট ২১ জনকে আদালতে পেশ করা হয়েছিল। প্রত্যেকের জামিনের আবেদন জানানো হয়েছিল। নওশাদের হয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে নওশাদকে তাদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত দুপক্ষের আবেদন খারিজ করে দিয়ে ২১ জনকে ১৫ ফেব্রুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আদালতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েত করা হয়েছিল। আইএসএফের অভিযোগ এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলার ISF সভাপতি আব্দুল মালেক মোল্লাকে এদিন আদালত থেকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের দাবি, সে বাসে করে পালাচ্ছিল, তখন তাঁকে গ্রেফতার করা হয়। ধর্মতলা বিশৃঙ্খলার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!