সুপ্রিমকোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেন শিন্ডে সহ বিদ্রোহী শিবসেনা বিধায়করা 

মহারাষ্ট্রে শিবসেনার দুই শিবিরের মধ্যে বিরোধ অব্যাহত। এরই মধ্যে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে সহ ১৬ জনের বিরুদ্ধে কেন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল, সে বিষয়ে ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়ালের জবাব চাইল শীর্ষ আদালত। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, ‘‌ডেপুটি স্পিকার কি নিজেই তাঁর বিরুদ্ধে আনা অপসারণের প্রস্তাবের বিচারক হতে পারেন?’ এমনকি ওই বিধায়কদের বিরুদ্ধে আগামী ১১ জুলাই পর্যন্ত দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে ডেপুটি স্পিকারকে জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে বি পাড়িয়ালার বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এটা ঘটনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দাবি মেনে, একনাথ শিন্ডে–সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককে নোটিস পাঠিয়ে মঙ্গলবার বিকেলের মধ্যে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সম্পর্কে আত্মপক্ষ সাফাইয়ের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট সেই সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। ১১ জুলাই বিকেল ৫টা ৩০–এর মধ্যে ডেপুটি স্পিকারের চিঠির উত্তর দিতে হবে বিধায়কদের। এমনকি শীর্ষ আদালত বিদ্রোহী বিধায়কদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকারকে।

error: Content is protected !!