সাতসকালে খাল থেকে উদ্ধার যুবকের দেহ
সাতসকালে খাল থেকে উদ্ধার যুবকের দেহ। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের । মৃত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল। তাঁর বয়স ১৯ বছর। জানা গিয়েছে মুকুন্দপুর বোঝেরহাট এলাকার বাসিন্দা এই যুবক। শুক্রবার ভোরে খানাবেরিয়া এলাকার একটি খালে বিশ্বজিতের দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানার পুলিশকে। পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দেহ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেইদিন রাতেই পাশের গ্রামে পুজো উপলক্ষে মেলাতে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। পরিবারের সদস্যরা জানতে পেরেছেন, সেখানে কোনও একটি মেয়ের হাতে ছোঁয়া লেগেছিল বিশ্বজিতের। এরপর সেই নিয়ে ঝামেলা হয়। মেলায় থাকা লোকজন বিশ্বজিৎকে মারধর করে বলে অভিযোগ। তারপর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না এই যুবকের। পরিবারের লোকজন জানান, এই বিষয়ে নিখোঁজের অভিযোগ করেছিলেন তাঁরা। শুক্রবার ভোরবেলায় তাঁরা জানতে পারেন খালের মধ্যে পড়ে রয়েছে বিশ্বজিতের দেহ।