
ভূমিকম্পের আগে কোনও নোটিফিকেশন এল না কেন? মোদি সরকারকে কটাক্ষ দেবাংশু
নেপালে ভূমিকম্পের রেশ পৌঁছে গিয়েছিল কলকাতাতেও৷ শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা৷ তবে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ দিল্লি সহ গোটা উত্তর ভারতের একটা বড় অংশেও কম্পন অনুভূত হয়েছে৷ এবার এই নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে বিভিন্ন এমার্জেন্সি সময় আর্জেন্ট নোটিফিকেশন দেওয়ার জন্য কদিন আগে কেন্দ্রীয় সরকার একটা মেসেজ ব্রডকাস্ট করেছিল সবার ফোনে। যার দরুণ বিচ্ছিরি ভাবে শব্দ করে সবার ফোন কেঁপে উঠেছিল।আশা করি সকলের মনে আছে। এখন এই যে এইমাত্র ভারতের একটা বড় অংশ জুড়ে ভূমিকম্প হয়ে গেল, কোনও নোটিফিকেশন এলো কি? একই শব্দ শুনলেন কি? উত্তর, না। তাহলে আর ঠিক কিরকম ন্যাচারাল ডিজাস্টার হলে নোটিফিকেশন আসবে? নিশ্চয়ই ঝড়ের নোটিফিকেশন এভাবে আসবে না, কারণ সেটা হুট করে আসে না। আবহাওয়া দফতরের সৌজন্যে অনেকটা আগে থেকেই মানুষ সবটা জানতে পারে। তাহলে আর কি কারণ বাকি থাকে?’ দেবাংশু এও বলেন, ‘এবার আপনি বিবেচনা করুন ওই মেসেজ কি শুধুমাত্র নোটিফিকেশনে উল্লিখিত কারণের জন্যই পাঠানো হয়েছিল? নাকি জনসাধারণের পার্সোনাল ডেটার উপর ঠিক কতটা কব্জা করা গেল, তার কোনও পরীক্ষামূলক প্রক্রিয়া ছিল?’