
দিল্লির রামলীলা ময়দানে তৃণমূলের সভার অনুমতি দিল ‘না’ দিল্লি পুলিশ
২ অক্টোবর রামলীলা ময়দানে তৃণমূলকে সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ সভার ডাক দিয়েছিল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচি ঘোষণা করেন। তৃণমূল ওই সবার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। বুধবার দিল্লি পুলিশ জানিয়ে দিল, ওই দিন তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না।