দিল্লিতে পারদ নামল ৩ ডিগ্রিতে

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে রাজধানী। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কমল আরও ২ ডিগ্রি। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ মরশুমের শীতলতম দিন রাজধানীতে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপট জারি। আজ সকালে দিল্লিতে দৃশ্যমানতা ছিল শূন্য।  কুয়াশার কারণে ২৩টি দিল্লিগামী ট্রেন ৬ ঘণ্টা দেরিতে চলছে। বিমানবন্দর চত্বরেও দৃশ্যমানতা ছিল শূন্য। কয়েক ঘণ্টা পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে ৪ ঘণ্টা দেরিতে বিমান ওঠানামা করছে।