শিবরাত্রিতে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের উপচে পড়া ভিড়

আজ মহাশিবরাত্রির পবিত্র দিনে মহাকুম্ভে স্নান করতে উপচে পড়েছে ভক্তদের ভিড় ৷ একইসঙ্গে 45 দিনব্যাপী মহাকুম্ভ মেলার শেষ দিন আজ ৷ তাই এদিন ভোর থেকেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে এসেছেন লক্ষ লক্ষ ভক্ত ৷ চূড়ান্ত ‘শাহি স্নান’ উপলক্ষে এদিন বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফেও ৷ স্নান করার সময় ভক্তদের উপর আকাশ থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভের শেষ দিন এবং মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “আজ ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসা সকল শ্রদ্ধেয় সাধু, সন্ন্যাসী এবং ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ তিন জগতের অধিপতি ভগবান শিব এবং পবিত্র মা গঙ্গা সকলের মঙ্গল করুক এটাই আমার প্রার্থনা। হর হর মহাদেব ৷”

error: Content is protected !!