ফের বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া মির্জা। সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের এক বছর পর চুপিসাড়ে এবার ফের নতুন করে জীবন গড়তে চাইছেন দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন দিয়া। প্রায় এক বছর ধরে ডেট করার পর এবার ব্যবসায়ী বৈভবের সঙ্গে দিয়া মির্জা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে খবর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া, বৈভবের বিয়ের আসর বসতে চলছে আগামী সোমবার। বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন বলে খবর।

error: Content is protected !!