ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারকে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার প্রকৃতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও কিছু অংশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০-র বেশি, আহতর সংখ্যা অন্তত ১৬৭০ ৷ প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চারিদিক যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ ভারতের পড়শি দেশ মায়ানমারে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত ৷ সূত্রের খবর, শনিবার (আজ) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে একটি সামরিক বিমানে প্রায় 15 টন ত্রাণসামগ্রী পাঠাবে ভারত। ভারতীয় বায়ুসেনার C130J বিমানটি হিন্ডন বিমান ঘাঁটি থেকে মায়ানমারের উদ্দেশে রওনা দিচ্ছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, এদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, পানীয় জল, সৌরবিদ্যুৎ চালিত বাতি, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ।

https://twitter.com/DrSJaishankar/status/1905804606053175740

error: Content is protected !!