করোনার জের, ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে ব্যাংকের কাজ

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে ব্যাংকের কাজ। এই নির্দেশিকা জারি করল স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। পাশাপাশি জানানো হয়েছে, এখন গ্রাহকরা ব্যাঙ্কে শুধুমাত্র তিনটি পরিষেবা পাবেন। সেগুলি হল টাকা তোলা, টাকা জমা করা ও টাকা পাঠানো। এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত লেনদেনগুলিও চালু রাখবে ব্যাংক। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস বলেন, স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির কাছে আমরা যে আবেদনগুলি জানিয়ে ছিলাম, তার অনেকগুলোই মেনে নেওয়া হল। তবে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকবে – পরিষেবার সময় সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চালু করার ব্যাপারে।

error: Content is protected !!