আগামী ২৯ এপ্রিল শীতলকুচির সেই ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন, জানালো নির্বাচন কমিশন

ভোট চতুর্থীর দিন অর্থা‍ত্‍ গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির যে বুথ ‘অসংবেদনশীল’ কেন্দ্রীয় বাহিনীর নির্বিচার গুলিতে রক্তস্নাত হয়েছে, সেই ১২৬ নম্বর বুথে আগামী ২৯ এপ্রিল অষ্টম দফার ভোটের দিন পুনরায় ভোট নেওয়া হবে বলে সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই দিন সকাল সাতটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ওই বুথের ভোটাররা ফের ভোট দেওয়ার সুযোগ পাবেন।’ গত ১০ এপ্রিল ভোট চতুর্থীর দিনে শীতলকুচির জোড়াপাটকির ১২৬ নম্বর বুথের বাইরে উত্তেজিত জনতাকে হঠাতে ১৫ রাউন্ড গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই গুলিতে চার জন ভোটার ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও চার জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকি‍ত্‍সাধীন। ওই নির্বিচারে গুলি চালানোর পরেই ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তার পরে রাজ্যে তিন দফার ভোট হলেও কোচবিহারের শীতলকুচির ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। 

error: Content is protected !!