বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির, ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল

বিধানসভায় বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সোমবার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ শুরুর আগেই বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা।  বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ হয়। তাঁদের দাবি সদ্য সমাপ্ত ১০৮ পুরসভার ভোটে সন্ত্রাস হয়েছে।  সেই দাবি জানিয়ে বিধানসভার ওয়েলে নেমে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা।  সেই কারণেই ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে হাতজোড় করে ভাষণ দেওয়ার অনুরোধ করেন৷ বিজেপি বিধায়কদেরও বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।  পরে নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর ভাষণের কয়েক লাইন পড়ে বেলা ৩ টে ০৩ মিনিট নাগাদ বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

error: Content is protected !!