বর্ষবরণের রাতেই ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব- হরিয়ানা-দিল্লি

বর্ষবরণের রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ সংলগ্ন এলাকা। শুধু দিল্লি পার্শ্ববর্তী পাঞ্জাব ও হরিয়ানার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়। রাতে দেড়টা নাগাদ এই কম্পন হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্ষবরণের রাতে মেতে থাকা বহু মানুষ ঘর ও বাড়ির ছাদ থেকে রাস্তায় নেমে আসেন। এর আগে গত নভেম্বরে দু’বার কেঁপে উঠেছিল দিল্লি। 

error: Content is protected !!