পঞ্চম দফা ভোটের আগে ইডি তলব করল তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং মদন মিত্রের ছেলেকে

পঞ্চম দফা ভোটের আগেই নতুন করে চাপ বাড়ল তৃণমূল শিবিরের উপর। এবারে সৌজন্যে ইডি। জানা গিয়েছে, শেষ চার দফা ভোটের আগেই ইডির ডাকের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্র। আইকোর মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ মিত্রকে। এদিকে আগামীকাল কামারহাটি বিধানসভায় মদন মিত্রের ভাগ্য পরীক্ষা। তার আগে মদন মিত্রের ছেলেকে ইডি তলব করায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরে। 

error: Content is protected !!