এবারও হাজিরা না দিলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করবে ইডি
আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। এবারও যদি তিনি হাজিরা এড়িয়ে যান তবে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা জারি করবে ইডি। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। এর আগে তিনবার হাজিরা এড়িয়ে গিয়েছেন হেমন্ত। চতুর্থবারের জন্য ইডির সমন এড়াতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। পরিবর্তে জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) নেতাকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম নির্দেশ মেনে হেমন্ত শীঘ্রই হাইকোর্টে আপিল করবেন বলে খবর।