নাবালিকাদের দিয়ে যৌনদৃশ্যের শ্যুটিং! জিতেন্দ্রকন্যা একতা কাপুরের বিরুদ্ধে পকসো আইনে দায়ের মামলা

নাবালিকাদের দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করানোর দায়ে আইনি জটে প্রযোজক একতা কাপুর। এই একই মামলায় অভিযুক্ত তাঁর মা তথা জিতেন্দ্র পত্নী শোভা কাপুরও। ১৮ অক্টোবর মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ওয়েব সিরিজে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে শিক্ষক স্বপ্নিল রেওয়াজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে ওয়েব সিরিজ গন্ডি বাতের সিজন ৬-এ নাবালিকাদের নিয়ে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে পকসো আইনে এ মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিস জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী এক শিক্ষক স্বপ্নিল রেওয়াজি দাবি তুলেছেন যে ‘গন্দি বাত’ নামক ওই সিরিজে নাবালিকাদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানো হয়েছে। এমনকী, এই চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, কেউই প্রাপ্তবয়স্ক নয় বলেও অভিযোগ রয়েছে। ২০২১ সালেই মুম্বইয়ের বোরিভালি থানায় বছর ৩৯ যোগগুরু স্বপ্নীল রেওয়াজী ‘অল্ট বালাজী’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। 

error: Content is protected !!