নির্দল প্রার্থীর মৃত্যুতেও বাতিল নয় বৈষ্ণবনগরের নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের

ভোটের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর। তবে তার জন্য বাতিল হচ্ছে না ভোট। ২৯ এপ্রিল, অষ্টম দফায় নির্ধারিত সূচি মেনে এই কেন্দ্রে ভোট হবে। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীর মৃত্যুর পর থেকে গুঞ্জন উঠেছিল, এই কেন্দ্রে ভোট স্থগিত থাকছে। পরে ফের দিনক্ষণ স্থির হবে। তবে বিকেলের পর কমিশন জানিয়ে দিয়েছে, জনপ্রতিনিধি আইন অনুযায়ী এই কেন্দ্রে ভোট নিতে কোনও বাধা নেই। তাই ২৯ তারিখেই ভোট হচ্ছে। যেহেতু নির্দল প্রার্থী ব্য়ক্তিগতভাবে ভোটের লড়াইয়ে নামেন, কোনও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি নন তিনি, তাই তাঁর মৃত্যুতে ভোট স্থগিত করার কোনও সংস্থান নেই জনপ্রতিনিধিত্ব আইনে। আর তা মেনেই নির্বিঘ্নে ২৯ তারিখ বৈষ্ণবনগরে ভোট হওয়ার ক্ষেত্রেও কোনও জটিলতা তৈরি হচ্ছে না। এ নিয়ে নানা মহলে সংশয় তৈরি হওয়ায় কমিশন নিজেই আইনটির কথা উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে। ফলে ওইদিন রাজ্যের ৩৪ টি আসনের ভোটারদের সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়াবেন বৈষ্ণবনগরের ভোটাররাও।

error: Content is protected !!